
নিউজ বিডিডট নেট: সাবেক তথ্যমন্ত্রী ড. মিজানুর রহমান শেলী আর নেই। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। আজ সোমবার বিকেলে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেডিক্যাল বিশ্ববিদ্যালয় হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৬ বছর।
বিএসএমএমইউ উপাচার্য অধ্যাপক ডা. কনক কান্তি বড়ুয়া সাংবাদিকদের বিষয়টি নিশ্চিত করে বলেন, মিজানুর রহমান শেলী কিডনি, হার্ট, লাং ও মস্তিষ্কের বিভিন্ন জটিল রোগে ভুগছিলেন। গত শনিবার তাকে বিএসএমএমইউ আইসিইউতে নিয়ে আসা হয়। আজ দুপুর সোয়া ২টায় রেসপিরেটরি ফেইলিউর হয়ে তিনি মারা যান।
Leave a Reply